বিশেষ প্রতিনিধি ঃ- আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার মুক্তিযোদ্ধের চেতনায় নেত্রকোনায় আমরা একাত্তর কমিটি গঠন করা হয়েছে। এতে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু আহ্ববায়ক ,সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার ।
শনিবার দুপুরে প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর হল রুমে ’ আমরা একাত্তর , মুক্তিযোদ্ধের মর্মবাণী আমাদের পাথেয় নেত্রকোনা সম্মিলনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয় ময়ময়সিংহ বিভাগের আমরা একাত্তর কমিটির আহবাবয়ক বীর মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী । এতে প্রধান অতিথি বক্ত্যব রাখেন ময়ময়সিংহ বিভাগের আমরা একাত্তর কমিটির আহবাবয়ক বীর মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী . ময়ময়সিংহ বিভাগের আমরা একাত্তর কমিটির সদস্য সচিব আডভোকেট হাবিবুজ্জাসান খুররম , মৃনান কান্তি চক্রবর্তী . মোঃ ইসাক . দীপক সরকার. অখিল পাল সহ অন্যানরা ।
এ সময় বক্তারা. মুক্তিযোদ্ধের ইতিহাস,ও মুক্তিযোদ্ধের চেতনাকে আগামী প্রজন্ম থেকে প্রজন্মে জানান ও মুক্তিযোদ্ধের কাহিনী তুলে ধরেন আগত মোক্তিযোদ্ধা ও সংস্কৃতি ব্যক্তিদের সামনে ।
Leave a Reply