বিশেষ প্রতিনিধি “নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রাম থেকে চোরাইকৃত গরু মানশ্রী গ্রামের সুজন মিয়ার বাড়ি হতে গরুসহ সুজন মিয়াকে আটক করা হয়। জানা গেছে, ১১ই জুন সকাল ১০ ঘটিক সেখুপুর গ্রামের মোঃ আল্লাদ মিয়া তার তিনটি গরু সেখুপুর সাকিনস্থ ডিঙ্গাপোতা হাওরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়। বিকাল সাড়ে পাঁচটায় হাওর থেকে দুইটি গরু পাওয়া যায়।
বকনা বাছুর টি না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। ১৬ই জুন রাত আনুমানিক দশটায় মানশ্রী ( কান্দাপাড়া ) একটি গরুসহ চোর আটক করা হয়েছে শুনে কয়েকজন সাক্ষী নিয়ে সুজনের বাড়িতে হাজির হয়। আল্লাদ মিয়া তার গরু সে চিহ্নিত করে। আলাদ মিয়া মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। গরু সহ আটককৃত সুজন মিয়াকে আসামি করে মোট চারজনের নামে মামলা করে। মামলার পলাত আসামী হল রোকন মিয়া (৩০) পিতা মৃত দুলাল মিয়া,
তোফায়েল মিয়া (২৬), পিতা ঃঃ ইদু মিয়া রাকিব মিয়া (২২) পিতা- নজরুল সর্বসাং মানশ্রী (কান্দাপাড়া), মোহনগঞ্জ নেত্রকোনা । আসামি সুজন মিয়াকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, চুরি, গরু চুরি, ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চোর অপ্রাপ্ত কিংবা ভিআইপির আত্মীয় দাবি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply