পূর্বধলা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা পর্যায়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে ৫ জন সফল নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছর অনুষ্ঠানিকভাবে ৫ ক্যাটাগরিতে এ সম্মাননা পুরস্কার প্রদান এবং তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
২০২২ সালে যারা জয়িতা হয়েছিলেন তারা হলেন-অর্থনৈতিক ক্ষেতে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার বড় ইলাশপুর গ্রামের বাসিন্দা রহিমা আক্তার মিতু, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পূর্বধলার আমতলার বাসিন্দা আঞ্জুমানারা বেগম, সফল জননী হিসেবে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের মোসা: হাজেরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইসরাত জাহান সুমা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার পূর্ব মৌদাম এলাকার বাসিন্দা মোসা: জাহানারা আরজু ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পান।
সফল নারী আঞ্জুমানারা বেগম এর সাথে ২০ জুন মঙ্গলবার কথা বলে জানা যায় তিনি বর্তমানে একজন সফল মানুষ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী বলেন প্রতি বছর আবেদন কারিদের মধ্য থেকে বাছাই করে এই সম্মাননা পুরস্কার প্রদান হয়। আগামি বছর এই ধারাবাহিকতা অব্যহত রাখা হবে।
Leave a Reply