বারহাট্টা প্রতিনধি : নেত্রকোনার বারহাট্টায় বিনামূল্যে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ প্রণোদনা দেয়া হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিফ-২ /২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে
উফশী আমন ধান এর আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার ৮৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি উফসী ধান বীজ- ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি সার বিনামূল্যে বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল ইসলাম খান অপু, উচ্ছস পাল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দফর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply