বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা রেলওয়ে স্টেশন সংলগ্ন সাতপাই রেলক্রসিং কাঁচাবাজারের রেলওয়ের জায়গায় বহিরাগত একক ব্যক্তির নামে দেয়া লিজ বাতিলের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রেলক্রসিং বাজারের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে বাজারস্থ সমিতির কার্যালয়ে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে বাজারের এডহক কমিটির আহ্বায়ক ফজলু মিয়া,
সদস্য সচিব লিটন মিয়া, সদস্য রতন পাল, হক্কু মিয়া, মিল্লাত মিয়া, হাদিস উল্লাহ, মাসুদ মিয়াসহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব লিটন মিয়া। এসময় তারা উক্ত লিজ বাতিল করে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে লিজ প্রদান করতে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।সংবাদ সন্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply