মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোণার মোহনগঞ্জ বাজারে গত শুক্রবার মারামারি মামলায় মোহনগঞ্জ থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার নেত্রকোণা আদালতে আসামীদেরকে সোপর্দ করা হয়েছে।মামলা ও বিভিন্ন সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রাম নিবাসী মোহনগঞ্জের বিশিষ্ট পান ব্যবসায়ী মরহুম কাচু মিয়ার প্রথম তরফ ও দ্বিতীয় তরফ অংশীধারদের জমি সংক্রান্ত বিরোধ চলেেআসছে কয়েক বছর যাবত। তা নিয়ে মারামারি মামলাসহ অভিযোগ নামা অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রথম তরফে আলতু মিয়ার ছেলে মোঃ মাহমুদুল হাসান সুমন দ্বিতীয় তরফে মরহুম আবুল কালাম আজাদ (শাহজাহান) এর পক্ষে নূরুজ্জামান সালাম এর বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য আদালত অবমাননার মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়।,
বারহাট্টা থানা পুলিশ রাতে মোহনগঞ্জ হাওর এক্সপ্রেস ট্রেন থেকে নুরুজামান সালামকে আটক করে আদালতে সোপর্দ করে।মোহনগঞ্জের ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার সাড়ে এগারোটায় মোহনগঞ্জ বাজারে আলী হায়দার ওরফে নন্দন এর পানের আরদের সামনে পাকা রাস্তায় দক্ষিণ দৌতপুর নিবাসী ঔষধ কম্পোনী মোঃ শফিউল আলম সুবাদকে 10/12 জন গতিরোধ করে তাকে হোন্ডার থেকে লাত্থি মেরে ফেলে দেয় এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে মারপিট করে তার কাজ থেকে প্রায় নগদ অর্ধ লক্ষ টাকা ও ব্যবহারকৃত হোন্ডার নিয়ে যায়।,
তাদের নিজস্ব হাওর ইন হোটেলে নিয়ে সুবাদকে তালা মেরে আটক করে। ডাক চিৎকারে আশে পাশের লোকজন ও তার আত্মীয়স্বজন হোটেল থেকে উদ্ধার করে নিয়ে আসে। এবং মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উক্ত খবরে মোহনগঞ্জ বাজারের অর্ধেক দোকান পাঠ বন্ধ হয়ে যায়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজার টহল দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রে আনেন । আহত সুবাদ মোহনগঞ্জ থানায় 8 জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ।,
মামলা নাম্বার -10। মামলার 3 নং আসামী ওয়াসিকুল আজাদ ওরফে লিয়ন (35) পিতাঃ মৃত আবুল কালাম আজাদ ওরফে শাহজাহান। 8নং আসামী রানা মিয়া (30) পিতাঃ মৃত আলী আকবর (সর্ব সাং- আলোকদিয়া) কে সোমবার রাত সাড়ে আটটায় এস আই মোঃ জসিম উদ্দিন গ্রেফতার করেন। মঙ্গলবার মোহনগঞ্জ থানা পুলিশ লিয়ন ও রানাকে নেত্রকোণা আদালতে সোপর্দ করেন। নুরুজামান সালামের নাম্বারে বার বার কলে করে তাকে পাওয়া যায় নি। তাই তার মতামত দেয়া যায় নি। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাকি আসামীদেরকে আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে। ,
Leave a Reply