সর্বশেষ সরকারী বিধি এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ শে নভেম্বর ২০২০ইং পর্যন্ত সংশোধিত) অনুযায়ী পি.জি. দারু”ছালাম দাখিল মাদ্রাসা, ডাকঘর- পনারপারুয়া, উপজেলা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা এর জন্য শুন্য পদে ০১ (এক) জন করে সুপার, সহ-সুপার, এবতেদায়ী প্রধান ও নৈশ প্রহরী এবং নব সৃষ্ট পদে ০১ (এক) জন করে নিরাপত্তাকর্মী, আয়া ও কম্পিউটার ল্যাব. অপারেটর পদে লোক নিয়োগ করা হইবে।
সুপার পদের জন্য=২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা ও সহ-সুপার, এবতেদায়ী প্রধান পদের জন্য = ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য =১০০০/- (এক হাজার) টাকা এবং অন্যান্য পদের জন্য= ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার আবেদনের সাথে জমা দিতে হইবে।
সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকৃত প্রার্থীদের পূনরায় আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হইল। # বরাবর সভাপতি
Leave a Reply