বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এআরএফবির মৎস্য চাষ খামারে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। ১২ আগস্ট সকাল ১১টায় যুব ভবনের হলরুমে এ সভার আয়োজন করে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর।
এবারের প্রতিপাদ্য বিষয় “Green Skills for Youth: Towards a Sustainable World” কে সামনে রেখে অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস। মৎস্য প্রশিক্ষক এমদাদুল হক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ।
আলোচনা সভার পর দুপুরে সদর উপজেলার বামনমোহা এআরএফবির মৎস্য চাষ প্রকল্পের মৎস্য খামারে যুব উদ্যোক্তাকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেন। এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: হারুন-অরগরশীদ। এ সময় উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র নেত্রকোনার ডেপুটি কো অর্ডিনেটর অরুনাভ দেবনাথ, প্রশিক্ষক(মৎস) এমদাদুল হক,এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, নেত্রকোণা জার্নালের সম্পাদক মুহা. জহিরুল ইসলাম অসীম, এআরএফবির সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, প্রকল্পের উদ্যোক্তা কাউসার খান রনি।
Leave a Reply