পূর্বধলা প্রতিনিধি: বয়স ভিত্তিক বাংলাদেশ দলের হয়ে সাফ চাম্পিয়নশিপ অনুর্ধ- ১৬ দলের মিডফিল্ডার হয়ে খেলতে ভুটানে গেলেন পূর্বধলা রাজপাড়া স্পোটিং ক্লাবের খেলোয়াড় ( মিডফিল্ডার) আব্দুল্লাহ জুনায়েদ চিশতী। আগামী ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অনুর্ধ ১৬ সাফ চাম্পিয়নে অংশগ্রহন করতে গত ৩০ আগস্ট দেশ ত্যাগ করে বাংলাদেশ ফুটবল দল।,
এ দলে অংশগ্রহন করবে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খাটুয়ারী গ্রামের সারোয়ার জাহান খান চিশতী’র পুত্র আবদুল্লাহ জুনায়েদ খান চিশতী। উপজেলা ফুটবল লিগ, জেলা ফুটবল লিগ, বসুন্ধরা কিংস ক্লাব, সিলেট বিকেএসপিতে এবং ঢাকা আরামবাগ ক্লাবের হয়ে ভালো পারফর্ম করলে সুযোগ পায় সাফ চ্যাম্পিয়নস লীগে ২০২২-২৩ খেলার।,
এর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত বাংলাদেশ এলিট ফুটবল একাডেমিতে সুযোগ পায়। সেখান থেকে বাংলাদেশ ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়ন খেলতে ভূটান সফরে গেলেন। পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর বলেন, চিশতী’র মধ্যে অনেক প্রতিভা ছিল। ,
সে জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজপাড়া স্পোটিং ক্লাবের একজন সদস্য এবং নিয়মিত খোলোয়াড়। তার বাবাও রাজপাড়া স্পোটিং ক্লাবের একজন সাবেক খেলোয়াড়। সে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। সে এই প্রতিভাকে কাজে লাগিয়ে আজ আমাদের পূর্বধলা ও নেত্রকোনা জেলার মুখ উজ্জল করতে বাংলাদেশ দলের হয়ে খেলতে গেলেন সাফ চ্যাম্পিয়ানশীপ-১৬তে।,
যেটা স্বপ্নের ব্যাপার ছিল। আব্দুল্লাহ জুনায়েদ চিশতী’র পক্ষ থেকে এলাকাবাসী ও দেশবাসির কাছে তার জন্যে দোয়া চেয়েছে তার পরিবার। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে ভুটানে।,
উদ্বোধনী দিনেই চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে ৩ সেপ্টেম্বর। প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। তিন দিন পর হবে ফাইনাল।
Leave a Reply