বিশেষ প্রতিনিধি : নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও অধ্যাপক নজরুল ইসলাম এর মাতা সাজেদা খাতুন (৮৫), ২৮ ডিসেম্বর রাতে নেত্রকোণা সদর উপজেলার চুচুয়ামারা দীঘি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নিজ বাড়ির প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ শেষে ২৯ ডিসেম্বর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও অধ্যাপক নজরুল ইসলাম এর মাতার মৃত্যুতে অধ্যাপক মইনুল কাদের দ্বারা, রাজু আহমেদ, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ¦ এম. মুখলেছুর রহমান খান ও প্রেসক্লাবের সদস্য বৃন্দ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply