সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

নেত্রকোনা- ৪ আসনে সাজ্জাদুল হাসান নির্বাচিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা : ১৬০ নেত্রকোণা (মোহনগঞ্জ, মদন খালিয়াজুড়ী)  আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারী  রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এক প্রেসিং ব্রিফিংয়ে এই ফলাফল ঘোষণা করেন ।

সাজ্জাদুল হাসানের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট লিয়াকত আলী খান  জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৭শত ১৯ ভোট পেয়েছেন। এছাড়াও এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান মশাল প্রতীকে ৬৪৩ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী  সোনালী আঁশ প্রতীকে আল মামুন পেয়েছেন ১৭১৫ ভোট।

এই আসনে মোট ভোটার ৩, ৪৯, ৬৬৬ জন । পুরুষ ভোটার ১,৭৬,৬৮৯ জন , নারী ভোটার ১,৭২, ৯৬৫ জন , হিজড়া ভোটার ১২ জন । সাজ্জাদুল হাসান গত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে দুবার এমপি নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি