বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালি গ্রামের কৃতি সন্তান বাউল সাধক উকিল মুন্সীর ১৩৯ তম জন্মবার্ষিকী উক্ত গ্রামের প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ১১ জুন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে কয়েস আকন্দর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুজ্জামান তালুকদার, সোয়েব সিদ্দিকী চেয়ারম্যান,উপজেলা পরিষদ খালিয়াজুরী, অজিত বরণ সরকার সভাপতি, খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ, সাদিকুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ, দুলাল চন্দ্র সরকার সাবেক ভাইস চেয়ারম্যান, খালিয়াজুরী, ছড়াকার সঞ্চয় সরকার জেলা প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ, মো: শফিক সিংহা ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন, আমিনুল ইসলাম প্রধান শিক্ষক, প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়, শামীম আকন্দ সভাপতি,নুরপুর বোয়ালি দাখিল মাদ্রাসা, মো:হারুন অর রশীদ সুপার, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা, মোঃ কুমকুম বাউল সাধক উকিল মুন্সী এর নাতি, গোলাম মৌলা প্রধান শিক্ষক, রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিলোয়ার হোসেন চৌধুরী প্রধান শিক্ষক, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুমায়ুন কবির চৌধুরী প্রধান শিক্ষক, জিয়াখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মো:হাবিবুল্লাহর স্ব-রচিত লেখা কবিতা উকিল মুন্সীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মো:আব্দুস সালাম দরদী উকিল মেলা কমিটির আহ্বায়ক এর আহবানে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।
সারারাত বিভিন্ন বাউল সাধকের গানের মাধ্যমে উকিল মুন্সীর জীবন ইতিহাস প্রচার করা হয়। সর্বশেষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরই মধ্য দিয়ে বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সির ১৩৯ তম জন্ম বার্ষিকী উদযাপন করা শেষ হয়।
Leave a Reply