খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলা মেন্দিপুর ইউনিয়নে,মেন্দিপুর গ্রামের সায়ের বাশার /খয়ের বাসার (৩৬) নামের ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ ।
জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে খালিয়াজুরী থানা পুলিশ এস আই, নাজমুল হাসান এর নেতৃত্বে শুক্রবার ভোররাতে উক্ত ব্যবসায়ীকে মেন্দিপুর হইতে গ্রেফতার করে পুলিশ । উক্ত থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আইন মোতাবেক কোটে প্রেরণ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রম চালু থাকবে ।
Leave a Reply