নিজস্ব প্রতিবেদক: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি বাংলাদেশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ,১৯৫২ সালে ভাষা আন্দোলনে সালাম,বরকত,রফিক,জব্বার সহ আরো অনেকের জীবনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশিরা এই দিনটি পেয়েছে। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা পালিত হয় গত ২৩ শে ফেব্রুয়ারি,২০২৫ রোজ-রবিবার।
উক্ত সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়, কোরআন তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক-শাহাজাহান পাটোয়ারী ও জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সহ-সভাপতি-মোঃ আবু সালেহ বুলবুল এর সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়, জাতীয় নির্বাহী কমিটি জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক-মোঃ জাহিদ খান সভাটি পরিচালনা করেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন-সাদিক তানজিম আহসান, আবরার জাওয়াদ,মাসরুর রহমান নির্জর, জাহিদুল ইসলাম, এস এম জাকারিয়া হোসাইন সহ আরো অনেকেই।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য প্রদান করেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মোঃ রাশেদুল হক, বক্তব্যে ফ্যাসিস্ট সরকার পতন সহ বিভিন্ন কার্যক্রমে অস্ট্রেলিয়া বিএনপির সাথে একযোগে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ওয়েস্টার্ন-অস্ট্রেলিয়ার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা)- মোঃ অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপি’র সভাপতি-এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়ার-মোহাম্মদ হায়দার আলী ও স্বেচ্ছাসেবক দল-অস্ট্রেলিয়ার যুগ্ম আহবায়ক-মোঃ মসিহ-উল আজম বাপ্পী। উক্ত আলোচনা সভায় পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন-মোঃ আবু সালেহ বুলবুল , মোঃ জাহিদ খান, ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম, মোঃ কামাল হোসেন ও ফয়সাল আল মাহমুদ এবং স্বেচ্ছাসেবক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আহ্বায়ক-সাদিক তানজিম আহসান ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে- আবরার জাওয়াদ, মাসরুর রহমান নির্জর, জাহিদুল ইসলাম,শাহাজাহান পাটোয়ারী, মোঃ রুহুল ইসলাম সরদার, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ও সদস্য নাম-এ-রাসুল রাফি সহ আরো অনেকেই।
আলোচক বৃন্দ সকলেই, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি বাংলাদেশীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ও কেন ১৯৫২ সালে ভাষা শহীদরা জীবন দিয়েছিল এ নিয়ে আলোচনা করেন। পরিশেষে,মহান আল্লাহ তায়ালার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দল-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সকল নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে মোনাজাত সম্পন্ন করে দোয়া ও আলোচনা সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply