খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল ২০ মার্চ রোজ বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোঃ আব্দুল আওয়াল, খালিয়াজুরী উপজেলা কৃষি অফিসার, মোঃ দেলোয়ার হোসেন । খালিয়াজুরী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ জন কৃষক – কৃষাণী দুই দিন ব্যাপি উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনাবাদি ও পতিত জমির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সবজি ও ফল উৎপাদনের কৌশল শীর্ষক বিষয়ে প্রশিক্ষকগণ ও ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশনেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ফলের গাছ ও সবজির বীজ বিতরণ করা হয়।
Leave a Reply