বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রী, শহীদদের কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন নেত্রকোনা জেলার জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির।
নেত্রকোনার হাওর উপজেলা মদন ও খালিয়াজুরীতে আজ। জেলার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা ও সদর উপজেলায় গত দুইদিন এই কার্যক্রম পরিচালনা করা হয়। বারহাট্টায় শহীদ নাজিম উদ্দীন, শহীদ রাসেল, কলমাকান্দায় শহীদ মেহেদি, দুর্গাপুরে শহীদ ওমর ফারুকসহ মোট আটটি উপজেলায় ১৭ জন শহীদ ও ৫ জন আহতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মিনহাজ উদ্দিন চৌধুরী, সানোয়ার হোসেন সানু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ সাবিকুন্নাহার অনন্য, ফারজানা খানম রুবি, আবরার ফাহাদ, হাফিজা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply