সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৯ পঠিত

আসন্ন চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের দাদশী বাজার ও কামালপুর বাজারে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দেলোয়ার শেখ (দেলো)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৯ টায় দেলোয়ার শেখ (দেলো) তার নিজ বাড়ির নির্বাচনী অফিসে এক প্রতিবাদে দাবি করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রমজান আলীর পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ এই ভাঙচুর চালান।

প্রার্থী দেলোয়ার শেখ বলেন, ‘ছাত্রলীগের এরশাদের নের্তৃত্বে আজ সন্ধ‌্যার পর কামালপুর ও দাদশীতে তার দুইটি অফিস ভাঙচুর করা হয়েছে। ভাঙচুররের প্রমাণ না রাখতে ভাঙা চেয়ার নিয়ে গেছে। এছাড়া গতকাল তার এক মহিলা কর্মীর হাত ভেঙে দেয়া হয়েছে। এখন প্রায় ভোটের প্রচার-প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে। আসলে তার জনপ্রিয়তায় ভীত হয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে বিচ্ছৃঙ্খলা করা হচ্ছে। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সবাই আশস্ত করেছেন।

তিনিও আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ২৬ ডিসেম্বরের নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, ‘এখন যেভাবে তার কর্মী সমর্থকদের ওপর চাপ দেয়া হচ্ছে। তাতে তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ জানান, তার বিরুদ্ধে মিথ‌্যা অভিযোগ করা হচ্ছে। ভাঙচুর যদি হতো, তাহলে তো প্রমাণ থাকতো।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম জনান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং কামালপুরে গিয়ে দেখেন আনারসের অফিসের চেয়ারগুলো এলোমেলো ছিল। তবে কোন ভাঙচুরের আলামত পান নাই। এলাকায় পুলিশি টহল রয়েছে।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি