বিশেষ প্রতিনিধিঃ মরহুম টি এ রহমত উল্লাহ ছিলেন ষাট দশকের টুকুর ছাত্রনেতা ও আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানা ও ক্রিয়েশান স্কুল নেত্রকোণা প্রতিষ্ঠাতা। তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ক্রিয়েশান স্কুল ও আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে সোমবার বিকালে জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে ক্রিয়েশান স্কুলের হলরুমে টি এ রহমত উল্লাহর ১ম মৃত্যুবার্ষিকি স্মরণ সভা পালীত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার বাংলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আঞ্জুমান মফিদুল ইসলামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম ও পরিচালনা করেন আঞ্জুমান মফিদুল ইসলামের সম্পাদক ও ক্রিয়েশান স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব উল্লাহ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক খানে আলম খান,অধ্যাপক গোলাম ফারুক সুপারেন্টেন্ট আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানা,আঞ্জুমান মফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোঃ অলি উল্লাহ, আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ প্রমুখঃ এছাড়া ক্রিয়েশান স্কুল ও আঞ্জুমান মফিদুল ইসলামের শিক্ষক কর্মচারীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply