বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৮) নামের এক কলেজ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ির বসতঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। সোনিয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে এবং মোহনগঞ্জ মহিলা কলেজের উ”চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী। বারহাট্টা থানার পুলিশ ঘটনা নিশ্চিত করেছেন।
সোনিয়ার ফুফু সেলিনা, মামা বাবুল মিয়া ও পুলিশ জানায়, বেশ ক’বছর ধরে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল (২২) সোনিয়াকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে শাকিল তার ফেসবুক ওয়ালে সোনিয়ার কিছু গোপন ছবি পোস্ট দেয়। এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকী দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেচে নেয় সোনিয়া।
সে শুক্রবার সকালে তাদের বাড়ির নিজ কক্ষে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আত্মহনন করে। পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি ধরনা’র সাথে গলায় ওড়না পেছানোর অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত শাকিলকে পাওয়া যায়নি।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিলের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়েছ। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply