বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পাঁচটি পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে জেলা খাদ্য বিভাগের আয়োজনে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,প্রেসক্লাব সেক্রেটারি এম এ মুখলেছুর রহমান খান, পৌর কাউন্সিলর মান্নান খান আরজু প্রমূখ।
নেত্রকোণার পাঁচটি পৌরসভায় ২৩ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে পাঁচদিন আগামী তিন মাসের জন্য ওএমএস কার্যক্রম চালু থাকবে।
Leave a Reply