মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ৫ জানুয়ারি ডায়াগনস্টিক সেন্টার এর মালিকদেরকে নিয়ে দালাল, শৃঙ্খলা ও সেবা উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
এতে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন। এতে ২০টি ডায়াগনস্টিক সেন্টারের মালিক উপস্থিত ছিলেন।,
দালাল মুক্ত করা, হাসপাতালের শৃঙ্খলা ও সেবার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তি ল্যাবের এম.এস দোহা, ঐতিহ্য ডায়াগনষ্টিক সেন্টারের শাকিব রহমান বাপ্পী, পপুলার ক্লিনিকের মোঃ মাসুদ রানা, হযরত শাহজালাল ডিজিটাল ল্যাবের মোঃ লুৎফুর রহমান, রাজন প্যাথলজির রাজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন।
Leave a Reply