বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

দূর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা বেরিবাধ মেরামত ও দরিদ্র পরিবারে জীবিকা সহায়তা প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্ত দূর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা ও ক্ষতিগ্রস্থ অবকাঠামো নির্মানের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে চলমান ইমারজেন্সি এন্ড রিকভারি এসিসটেন্স প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়। ,

গতকাল গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পিআইসি কমিটির সভাপতি মোঃ রহিত হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।,

সমাপণী সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ,অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সামছু নাহারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ রহিত হাসান তার বক্তব্যে ২০২২ সালের বন্যায় এলাকার ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতের মাধ্যমে সংস্কার ও ৭০ জন অসহায় দরিদ্র পরিবারে জীবিকা সহায়তা বাবদ ৭ হাজার টাকা করে ৪ লক্ষ ৯০ হাজার টাকা আর্থিক অনুদানের সহায়তা প্রদানের ব্যপারে সার্বিক আলোচনা করেন।,

এসময় কারিতাসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সুপারভাইজার মায়া মান্দা এবং কমিউনিটি অর্গানাইজারগন। সভায় প্রকল্প সুপারভাইজার মায়া মান্দা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ব্যপারে উল্ল্যেখ করে বলেন,কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীতে গাঁওকান্দিয়া ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ জন নারী পুরুষ উপকারভোগীর মাঝে ৭ হাজার করে জীবিকা সহায়তা প্রধানের তথ্য তুলে ধরেন।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি