বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলার ঈমাম ও উলামা পরিষদের উদ্যোগে গত শনিবার অত্র উপজেলার খেলার মাঠে সীরাতুন্নবী ( সাঃ) অনুষ্ষান আয়োজন করা হয়। হযরত মাওঃ খালিদ সাইফুল্লাহ সাদী ( ময়মনসিংহ ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি হযরত মাওঃ আব্দুল কদ্দুস স ( নান্দাইল ) ও হযরত মাওঃ ইউসুফ ( সুতারপুর) । প্রধান অতিথি আলহাজ্ব ইফতিকার উদ্দিন তাং,পিন্টু, বিশেষ অতিথি মোঃ হাজী খাইরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ আটপাড়া, ছানোয়ার উদ্দিন ( চানু) প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ নেত্রকোণা। মিজানুর রহমান খান ( নন্দন ) ভাইস চেয়ারম্যান, আটপাড়া, ফেরদৌস রানা আন্জু চেয়ারম্যান বানিয়াজান ইউনিয়ন পরিষদ, আটপাড়া।
বক্তব্য রাখেন , হযরত মাওঃ আজিজুল হক ইসলামবাদী, মাওঃ মজিবুর রহমান, মাওঃ আব্দুল কদ্দুস ফারুকী, মাওঃ সিরাজুল ইসলাম মীরপুরী, মাওঃ আবুল কালাম তৈয়বী, মাওঃ উবাইদুল্লাহ বিন আব্দুল হাই সহ অনেক আলেম উলামা গণ। মাওঃ মামুুন খান, হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, মোঃ রহুল আমীন ও হাফেজ মাজহারুল ইসলাম শাহীনের সৌজন্যে,আরজ গুজার করেন মাওঃ মফিজুর রহমান ও হাফেজ মাওঃ মাহবুবুল হক। সহযোগিতায় ছিলেন, মোঃ হারুন অর রশীদ, সুপার নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা, ফজলুর রহমান খান বাবুল, মোঃ এমদাদুল হক পরশ কাজী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তি গন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ঈমাম, মোয়াজ্জিন, শিক্ষক, ছাত্র ছাত্রী, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এলাকার হাজারো জনতার উপস্থিতিতে উক্ত সীরাতুন্নবী ( সাঃ) অনুষ্টিত হয় । পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সমাজের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
Leave a Reply