রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

নেত্রকোণায় বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানীর ইফতার মাহফিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণায় ওলামা-মাশায়েখ, এতিম, পেশাজীবী এবং রাজনীতিবিদদের সম্মানে বিএনপির কেন্দ্রীয় নেতা ড্যানীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু,  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী, সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহিদুল আলম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ টি এম আব্দুল বারী ড্যানী তার বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।”  তিনি অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা এবং তাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি