জননেত্র ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নেতা ভলোদমির জেলেনস্কিকে আবারো আশ্বস্ত করেছেন, রাশিয়া যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এর সুস্পষ্ট জবাব দেবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের প্রেক্ষিতে বাইডেন টেলিফোনে জেলেনস্কিকে এ আশ্বাস দেন।
ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পুতিন ইতোমধ্যে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
তবে রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এস/জ
Leave a Reply