বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোণা জেলা শাখার ৮ জানুয়ারী ঘোষিত সভাপতি পদে এ্যাড: কানিজ ফাতেমা (পলপল) এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করেছেন নেত্রকোণার বেশ কয়েকজন মহিলা দল নেত্রী।
কেন্দ্রীয় কমিটির বরাবরে অভিয়োগ পত্র দাখিল করেছেন তারা। তাদের পত্রে জানান সভাপতি হিসেবে ঘোষিত এ্যাড: কানিজ ফাতেমা (পলপল) এর নেত্রীত্ব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। উল্লেখিত নেত্রীবৃন্দ এই চিঠি আমলে নেয়ার আহব্বান জানিয়েছে। তারা পলপলকে সভাপতি হিসেবে মানবেন বলে জানান। এস/জ
Leave a Reply