বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা— ২০১৮ অনুযায়ী নবসৃষ্ট পদে নোয়াবন্ধ আলিম মাদ্রাসা, ডাকঘরঃ বাকলজোড়া, উপজেলা ও জেলাঃ নেত্রকোণায় ০১ (এক) জন উপাধ্যক্ষ, যোগ্যতা এমপিও নীতিমালা— ২০১৮ (২৩ নভেম্বর’ ২০২০ পর্যন্ত সংশোধিত), অফিস সহকারী কাম হিসাব সহকারী (উচ্চ মাধ্যমিক সমমান) ০১ (এক) জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (উচ্চ মাধ্যমিক সমমান) ০১ (এক) জন, নিরাপত্তা কর্মী ০১ (এক) জন ও আয়া (মহিলা) ০১ (এক) জন, জেএসসি/জেডিসি/সমমান এবং শূন্যপদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (উচ্চ মাধ্যমিক সমমান) ০১ (এক) জন নিয়োগ করা হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রার্থীদের আরবী কম্পিউটার অপারেটিং— এ দক্ষতা থাকতে হবে। উপাধ্যক্ষ পদে ১০০০/— এবং অন্যান্য পদে ৫০০/— টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ। এস/জ
Leave a Reply