বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মদন বাসট্যান্ড এলাকায় মাইলেজ টেস্ট ক্যম্প অনুষ্টিত হয়েছে। নিলয় হিরোর অনুমোদিত হিরো মটর সাইকেল এর একমাত্র প্রতিনিধি মেসার্স তাজ মটরস্ এর পক্ষ থেকে এই মাইলেজ টেস্ট ক্যম্প অনুষ্টিত হয়।
মাইলেজ টেস্ট ক্যম্প চলাকালে এ সময় উপস্থিত ছিলেন মেসার্স তাজ মটরস্ এর কর্ণধার তাজ উদ্দিন ফারাস সেন্টু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নিলয় মটরস্ এর ঢাকা-২ জোনের আর এম চিন্ময় ভৌমিক, নিলয় মটরস্ এর ঢাকা-২ জোনের সেলস্ ডিভিশনের টিএম মাহমুদুল হাসান মাহিন, ঢাকা-২ জোনের সার্ভিস ডিভিশনের টিএম মোঃ মিনহাজ রবিন। নিলয় মটরস্ এর পৃষ্ঠপোষকতায় এবং মেসার্স তাজ মটরস্ এর সার্ভিস ইনচার্জ সাদ বিন ইলিয়াছ এবং হেড মেকানিক জিতু মন্ডল এর সার্বিক সহযোগিতায় মাইলেজ ক্যম্পটি অনুষ্টিত হয়।
হিরো মটর সাইকেল এর মাইলেজ টেস্ট ক্যম্প এ ৪০টি মোটরবাইক চালক অংশ নেন। এতে উক্ত ক্যম্পে সর্বোচ্চ মাইলেজ ১ লিটার পেট্রোলে ৮৮ কিঃমিঃ পাড়ি দেয়া মটর বাইকটি হচ্ছে মোঃ কামাল হোসেন এর ঐবৎড় ঝঢ়ষবহফড়ৎ চষঁং ১০০ ঈঈ মটর সাইকেল। তিনি ১ম স্থান অধিকার করেছেন। ২য় স্থানে আছেন মোঃ আল-আমিন ঐবৎড় ওমহরঃড়ৎ ১২৫ বাইকটি উক্ত বাইকটি ১ লিটার পেট্রোলে ৬৫ মাইলেজ দিয়েছে। আর ৩য় স্থানে আছেন মেজবাহ্ হোসেন মেজবাহ ঐঁহশ ১৫০ ঈঈ বাইক। উক্ত মটর বাইকটি ১ লিটার পেট্রোলে ৬২ কিঃমিঃ মাইলেজ দিয়েছে। মাইলেজ টেস্ট ক্যম্প শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply