বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলায় দ্বিতীয় বার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ । এর আগে অত্র থানায় যোগদানের পরপরই জেলায় প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার পান তিনি। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার আকবর আলী মুন্সী, তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার ইনচার্জ হিসেবে স্মারক ও পুরষ্কার তুলে দেন। পুলিশ সুপার বলেন, ওসি খন্দকার শাকের আহমেদ গত ২৬ মে ২০২১ সালে নেত্রকোনা মডেল থানায় যোগদানের পর হতে তার সামগ্রীক কর্মতৎপরতায় জেলার মধ্যে ওসি ইনচার্জ হিসেবে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ হয়েছেন।
এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি নেত্রকোনা সদর থানার জনগণ আরও ভালো সেবা পাবে। ওসি খন্দকার শাকের আহমেদ পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply