জননেত্র র্স্পোস ডেক্স:ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি তিন ফরমেটের খেলাই বিরাট কোহলি মানেই ছিল রানের ফুলঝুরি। বিশেষ করে ওয়ানডে এবং টেস্টে এই ভারতীয় ক্রিকেটারের একের পর এক শতকের কল্যাণে এক পর্যায়ে ক্রীড়া অঙ্গণে আলোচনা উঠে, শচীন টেন্ডুলকারের শতকের শতক কী তবে কোহলি ভাঙবেন?
বর্তমানে সেই কোহলি শতক পেতেই যেন ভুলে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭৮ ইনিংস এবং ৩৩ মাস হতে চলল কোনো শতক নেই কোহলির।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতেও মাত্র ১৬ রানে আউট হয়েছেন এই তারকা ক্রিকেটার। তাই সেই ভাবনা এখন আর নেই ।
Leave a Reply