আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদরাসা, পোঃ ও উপজেলা : মদন, জেলা : নেত্রকোণা এর জন্য বিধি মোতাবেক যোগ্যতা সম্পন্ন নিম্ন বর্ণিত পদে লোক আবশ্যক। ১. উপাধ্যক্ষ ২. অফিস সহকারী কাম-হিসাব সহকারি ৩. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৪. নিরাপত্তা কর্মী ৫. নৈশ প্রহরী ৬. আয়া- প্রতি পদে ০১ (এক) জন করে। ২০০ (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অফেরৎযোগ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২১/০৮/২০২২ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করিতে হইবে।
অধ্যক্ষ
Leave a Reply