সরকারি বিধি মোতাবেক জালশুকা কুমুদগঞ্জ উ”চ বিদ্যালয়, পো: শ্যামগঞ্জ, উপজেলা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা এর জন্য একজন সহকারি প্রধান শিক্ষক, (দিবা শাখা), একজন কম্পিউটার ল্যাব অপারেটর, দুইজন নিরাপত্তা কর্মী, একজন নৈশ প্রহরী, একজন অফিস সহায়ক, (প্রভাতী শাখা), একজন পরি”ছন্নতা কর্মী, (প্রভাতী শাখা) আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে সহস্তে’ লিখিত দরখাস্তের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির সাথে রুপালী ব্যাংক, শ্যামগঞ্জ, ময়মনসিংহ শাখার অনুকুলে সহকারী প্রধান শিক্ষকের জন্যে ১৫০০/-(একহাজার পাঁচশত) টাকা, কম্পিউটার ল্যাব অপারেটর এর জন্য ১০০০ (এক হাজার) টাকা, বাকী সকল পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকার পে অর্ডারসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদনপত্র প্রেরণের জন্যে অনুরোধ করা হল। প্রধান শিক্ষক।
Leave a Reply