কষ্টের টাকায় ন্যায্য বাজার পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নেত্রকোনায় এ উদ্যোগ নিয়েছেন আপন সুপারশপ। পৌর শহরের কুরপাড় এলাকায় কেনা দামে রমজান জুড়ে চলবে এই বেচাবিক্রি।,
রমজানের প্রথম দিন থেকেই যাত্রা শুরু হয়েছে এই উদ্যোগের। তাদের এ ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।জানা গেছে, পৌরশহরের জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নেত্রকোনা কেন্দুয়া সড়কের কুরপাড় এলাকায় আপন সুপারশপের কর্ণধার মোঃ তৌহিদ খান পবিত্র রমজান উপলক্ষ্যে তার দোকানে কেনা দামেই বেশ কয়েকটি পন্য বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন।,
তৌহিদ খান জানান, রোজার প্রথম দিন থেকে তিনি তার দোকানে ছোলা-৮০ টাকা কেজি,মুশুরী ডাল-৯০ টাকা কেজি,সোয়াবিন তেল-১৮৩ টাকা লিঃ এবং বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি নাম মাত্র লাভে বিক্রি শুরু করছেন এবং ব্যাপক সারা পেয়েছেন বলেও জানান তিনি।,
নেত্রকোনা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এইচ আর খান পাঠান সাকি এক বিবৃতিতে জেলার সকল ব্যবসায়ীদেরকে রোজার মাসে জনস্বার্থে অল্প লাভে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করার আহ্বান জানান।
Leave a Reply