শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়া ডিগ্রি কলেজে সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল খালিয়াজুরীর প্রকাশনাথ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নেত্রকোণায় প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে নব নিযুক্ত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় খালিয়াজুরীতে বিএনপি’র সম্মেলনে সভাপতি স্বাধিন-সম্পাদক কেষ্টু কলমাকান্দায় ভর্তুকির হারভেস্টার বল প্রয়োগে অন্য উপজেলায় প্রদানের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মোহনগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক কালাম নেত্রকোণার মিতালী সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু খালিয়াজুরি উপজেলা বি.এন.পির সম্মেলন ২৮ জানুয়ারি মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগী ও হাঁসের খাদ্য বিতরণ

শিক্ষার্থীদের নিয়ে নেত্রকোণায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৮ পঠিত

 

দিলওয়ার খান বিশেষ প্রতিনিধি : নেত্রকোণায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর জেলা পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং নেত্রকোণার সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।,

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর, নেত্রকোণা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. খালিদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার নিয়াজ মাখদুম প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. আবু সাঈদ।,

আঞ্জমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয় এবং নেত্রকোণা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে চিত্র প্রদর্শনীর মাধ্যমে শব্দদূষণ বিষয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার নিয়াজ মাখদুম। শব্দদূষণের কারণ কি ধরনের সমস্যা হয় এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন নেত্রকোণ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. খালিদ সাইফুল্লাহ। ,

বাল্য বিবাহ,ইভটিজিং,মাদক ও কিশোর গ্যাং এবং মোবাইলের অপব্যবহার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে  পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যারা আজ ছাত্র-ছাত্রী তারা একদিন আমাদের মত দেশ পরিচালনা করবে, তোমাদের অনেক দায়িত্ব, তোমরা এখন থেকে সমাজকে সচেতন করবে।’,

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ অংশগ্রহণকারী শিক্ষার্থীর বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলেন, ‘তোমরা সময়কে কাজে লাগাও, সময়কে কাজে না লাগানোর ফলে যে ক্ষতি হয় তা সারা জীবনেও পুষিয়ে নেওয়া যায় না।’

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি