সরকারি বিধি মোতাবেক হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয় বিরামপুর,ডাকঘর লক্ষীগঞ্জ, উপজেলা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোণা এর শূণ্য পদে কম্পিউটার ল্যাব অপারেটর ১জন,অফিস সহকারি কাম হিসাব সহকারী ১জন, নিরাপত্তা কর্মী ১জন, পরিচ্ছন্নতা কর্মী ১জন ও আয়া ১জন করে নিয়োগ করা হবে।,
আগ্রহী প্রাথীদের ১০০০/(এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫(পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষকের বরাবর আবেদন করতে হবে।,
প্রধান শিক্ষক
হাজী ফয়েজ উদ্দিন
আকন্দ উচ্চ বিদ্যালয়
Leave a Reply