পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সেষ্টন বাজার থেকে পূর্বধলা বাজার পর্যন্ত জিওবি মেইনটেন্স প্রকল্পের আওতায় প্রায় ১২শ ৮৫ মিটার রাস্তার ৭ শ মিটার আরসিসি বাকি ৫শ ৮৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণের ৫ মাসের মাথায় নষ্ট হয়ে গেছে। নিম্নমানের ইটের সুরকি, বালি ও পুরাতন পিচ দেওয়ার কারণে অধিকাংশ স্থানে গর্তসহ রাস্থা ধসে ও দেবে গেছে।,
এ ঘটনায় এলাকাবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পথচারি ও এলকাবাসির অভিযোগ, রাস্তা নির্মাণের কয়েকদিন পর বিভিন্ন স্থান গর্ত হয়ে দেবে গেছে। অনেক স্থান উঁচু-নিচু হয়ে গেছে। তাদের অভিযোগ রাস্তায় কাজ করার সময় ঠিকাদার নি¤œমানের সুরকি ও বালি দেয়ায় ভেঙ্গে গেছে। রাস্তার পুরাতন ইট তুলে তার ওপরেই পিচ ঢেলে রোলার টেনেছে। যার কারণে রাস্তা দেবে সরকারের সব টাকা গচ্ছা গেছে। অনেক স্থানে পিচ উঠে রাস্তা ভেঙে গেছে। পূর্বধলা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, সেষ্টন বাজার থেকে পূর্বধলা বাজার পর্যন্ত জিওবি মেইনটেন্স প্রকল্পের আওতায় প্রায় ১২শ ৮৫ মিটার এর কাজটি করেছেন এম আর এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্টানের মো. মোখলেছুর রহমান হাসান। ,
১ কোটি ৫৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে রাস্তা মেরামতের কয়েকদিন পরই তা উঠে যেতে থাকে। পর্যায়ক্রমে প্রায় ৫ মাসে রাস্তার অধিকাংশ স্থান নষ্ট হয়ে গেছে। কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থান ভেঙে গেছে। আবার কোথাও রাস্তার ওপর থেকে পিচ উঠে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বধলা বাজারের একাধিক ব্যক্তি জানান, ঠিকাদার রাস্তায় নি¤œমানের নতুন ইটের সুরকি ও বালি রাস্তায় দেয়া হয়েছে। পুরাতন পিচ তুলে সেটাই আবার রাস্তায় রোলার দিয়ে ডলে দিয়ে গেছেন। বিউটুমিনও দেয়া হয়েছে নিন্ম মানের। উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন, কাজ চলাকালিন সময়ে বেশ কিছু ভারী যানবাহন চলাচলের জন্য কিছু কিছু জায়গা ভেঙ্গে গেছে।,
তাছাড়া অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় পানি জমে কিছু কিছু জায়গা ভেঙ্গে গেছে। আমি রাস্তাটি ভিটিজ করে দেখবো যে সব জায়গায় সমস্যা হয়েছে সেখানে সংস্কারের পরামর্শ দেয়া হবে। নির্মাণকারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. মোখলেছুর রহমান হাসান বলেন, কাজ চলাকালিন সময়ে ভারী যানবাহন চলাচলের জন্য কিছু কিছু জায়গা ভেঙ্গে গেছে। তাছাড়া অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় পানি জমে কিছু কিছু জায়গা ভেঙ্গে গেছে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করে সমাধানে চেষ্টা করবো।আর কোথাও নি¤œমানের সুরকি ও বিটুমিন দেয়া হয়নি।
Leave a Reply