বিশেষ প্রতিনিধিঃ মাহে-রমজানের পবিত্রতা রক্ষা ও ইসরাইলী পন্য বর্জনের আহব্বানে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সন্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। ,
ওলামা মাশায়েখ পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল নেত্রকোনা বড় মসজিদের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
মাহে-রমজানের পবিত্রতা রক্ষা ও ইসরাইলী পন্য বর্জনের আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন, মাওলানা মাজারুল ইসলাম, মাওলানা আবু সায়েম খান, মাওলানা আব্দুর রহিম , মাওলানা নূরুল্লা ভূইয়া, মাও: তরিকুল ইসলাম, মাও: রাসেল আহমেদ, মাও: অলি উল্লাহ, মাও: নাসিমুল হক, মাও; আহমদ , ডা. মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
Leave a Reply