“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় ৮ জুন থেকে সপ্তাহব্যাপি ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিসে সেবা বুথ উদ্বোধন করা হয়েছে।
পরে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে নেত্রকোণা সদর উপজেলা নিবার্হী অফিসার তানিয়া তাবাসসুম এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার হারুর অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন প্রমুখ।
সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply