বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিএনপি-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্থ এ দোয়া মাহফিল এর আয়োজন করা হয় গত ৩০শে জুন বাদ মাগরিব। উক্ত দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়, দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যকরী সদস্য, বিএনপি অস্ট্রেলিয়ার-ফয়সাল আল মাহমুদ।
উক্ত দোয়া মাহফিল এর আয়োজকদের মধ্যে ছিলেন-বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা-মোঃ কামাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-অস্ট্রেলিয়ার যুগ্ম-আহবায়ক (পার্থ)-মোঃ মশিউল আজম বাপ্পী, জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সহ-সভাপতি-মোঃ আবু সালেহ বুলবুল, বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য-ফয়সাল আল মাহমুদ এবং
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চাঁনপুর রোড নিবাসী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে অবস্থানরত জাতীয় নির্বাহী কমিটি জাসাস,বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক-মোঃ জাহিদ খান। মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলটির কার্যক্রম শুরু করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি-শাহ আলম ও ডক্টর সালেকুজ্জামান এবং আরো বক্তব্য রাখেন-ফয়সাল আল মাহমুদ, মোঃ আবু সালেহ বুলবুল, সায়েদুল ইসলাম মন্টু, আব্দুর রশিদ এবং মোঃ জাহিদ খান। উক্ত দোয়া মাহফিলে আলোচকবৃন্দ সকলেই-গণতন্ত্রের মা, সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন, আপোসহীন দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন।
অবশেষে, বিএনপি-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অন্যান্য নেতৃবৃন্দ সহ সকলেই মহান আল্লাহ তায়ালার কাছে দেশনেত্রী-বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ করা হয়।
Leave a Reply