খালিয়াজুরী প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলাধীন খালিয়াজুরী উপজেলার ৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ০২ জন প্রধান শিক্ষক ও ০২ জন সহকারী শিক্ষক মঙ্গলবার উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়। উক্ত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত অনু্ষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সেলিম মিয়া।
সদস্য সচিব হিসাবে ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বুলবুল আহম্মদ মন্ডল ও মোঃ রায়হান উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জনাবা মন্জু আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব হিমাংশু সরকার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।জানা যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ দিলোয়ার হোসেন চৌঃ, প্রধান শিক্ষক পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনাবা মোবাশ্বেরা, প্রধান শিক্ষক বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়।শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন, জনাব আজহারুল ইসলাম, বানুয়ারী জুয়েল চৌঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনাবা প্রিয়াঙ্কা তরফদার, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ সময় উক্ত অনু্ষ্টানের সভাপতি মহোদয় বলেন, তাদেরকে যোগ্যতা, অভিজ্ঞতা ও মেদা ভিত্তিক ক্রমানুসারে নির্বাচিত করা হয়েছে।তাছাড়া ০১ নং জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত করা হয়েছে । অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ূন কবীর চৌহ বলেন আমার বিদ্যালয় শ্রেষ্ঠ বলেই ০১ নং উপাধি পেয়েছে, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক গণের সমন্বয়ে উক্ত শ্রেষ্ঠ উপাধি ধরে রাখিব ইনশাল্লাহ। তিনি নির্বাচিত বোর্ডকে ধন্যবাদ জানান এবং সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন ।
Leave a Reply