সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

আটপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি কমিটি গঠন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ পঠিত

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর, নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিকাল পাঁচটায়  বুধবার উপজেলার বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আটপাড়া উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে একটি জরুরী সভার আয়োজন করা হয়৷

উক্ত সভায় বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার অধিকতর শিক্ষক শিক্ষিকা উপস্থিত হন । দীর্ঘদিন শিক্ষক নেতৃত্ব শূন্যতা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং ২৬ জন সমন্বয়ক নিয়োগ করা হয় ।  গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপদেষ্টা ও সমন্বয়কগণের সমঝোতার ভিত্তিতে  নবগঠিত পূর্ণাঙ্গ  কমিটিতে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে সভাপতি,মোগলহাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ.এম হিরণ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টামণ্ডলীর সিনিয়র তিনজন শিক্ষক কর্তৃক গত ১৬ ই সেপ্টেম্বর অনুমোদিত হয়।নবগঠিত কমিটির সভাপতি  মোঃ  সাইফুল ইসলাম  জানান, দীর্ঘদিন আটপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সংগঠন না থাকায় শিক্ষকরা তাদের ব্যক্তিগত ও বিদ্যালয়ের নানাবিধ কাজে সমন্বয়হীনতা ও বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি