বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেংগুড়ায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি ৩১ ব্যাটিলিয়ান-এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কলমাকান্দার লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বিজিবি নেত্রকোণার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
Leave a Reply