বিশেষ প্রতিনিধি: HPV Vaccination বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডা. অনুপম ভট্টাচার্য্য, সিভিল সার্জন, নেত্রকোণা।জেলা তথ্য অফিস, নেত্রকোণার উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় ২৩ অক্টোবর HPV Vaccination বিষয়ক এক অবহিতকরণ সভা জেলা শিশু একাডেমি হলরুম, নেত্রকোণায় অনুষ্ঠিত হয়।আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণার এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অনুপম ভট্টাচার্য্য, সিভিল সার্জন, নেত্রকোণা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান উল্লাহ, এসবিসি কনসালট্যান্ট, ইউনিসেফ বাংলাদেশ। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আবুল খায়ের বাশার। এছাড়াও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী, স্কাউট সম্পাদক, কেন্দুয়া; চৌধুরী ইউনুস আলী ওসমানী, স্কাউট লিডার, নেত্রকোণা; হাফিজা আক্তার, গার্লস গাইড, সম্পাদক, বারহাট্টা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভ্যাক্সিনেশান কার্যক্রমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
www.vaxepi.gov.bd ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব নারায়ণ সরকার, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। অনুষ্ঠানে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন স্কাউট, গার্লস গাইড এবং সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪শে অক্টোবর ২০২৪ খ্রি. থেকে নারীদের জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাক্সিনেশান কার্যক্রম শুরু হবে। ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীদের বিদ্যালয়ে এবং বিদ্যালয় বর্হিভুত ১০-১৪ বছর বয়সের কিশোরীদের ইপিআই কেন্দ্রে ভ্যাক্সিন প্রদান করা হবে। উক্ত ভ্যাক্সিনেশান কার্যক্রম সফলভাবে সম্পাদনের নিমিত্ত ভলান্টারী সার্ভিস প্রদানের জন্য উপস্থিত স্কাউট ও গার্লস গাইডদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply