খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলা জামায়েত ইসলামির মেন্দিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নুরপুর বোয়ালি লতিফা মনফর আলি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে ৩০ অক্টোবর এক গণসমাবেশের আয়োজন করা হয় । জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাওলানা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি শেখ রিয়াজ উদ্দিন , রেজু , হারুন অর রশিদ সুপার নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা , মাওলানা মোঃ মিরাশ উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মোঃ আব্দুল হালিম মোঃ সিরাজুল ইসলাম সেজুর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ সুলাইমান, হাফেজ জসিম উদ্দিন , মোহাম্মদ রাসেল মিয়া ও ছাত্রশিবির নেতা আবু হুরায়রা, আব্দুল গনি, আবুল কায়েস খান সহ অনেকেই বক্তব্য রাখেন ।
এ সমাবেশে মেন্দিপুর ইউনিয়নের দুই শতাধিক জামাতের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ সমাবেশের বক্তারাসকলেই ২৮ শে অক্টোবর ২০০৬ খুনিদের বিচারের দাবি জানান ।
প্রধান অতিথি বলেন, এ গণ হত্যা ইতিহাসের একটা কালো অধ্যায়,এ বাংলার মাটিতে উল্লেখিত খুনিদের অবশ্যই বিচার করা হবে ইনশাল্লাহ ।বাংলাদেশ জামাত ইসলামি নেত্রকোনা জেলা শাখার খালিয়াজুরী উপজেলা মেন্দিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে উক্ত গণ সমাবেশে আয়োজন করা হয় ।
Leave a Reply