মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইট ভাটা চালু রাখার দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান খালিয়াজুরীতে উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ মিছিল পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত খালিয়াজুরীতে বাবরের গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত কেন্দুয়া সরকারি কলেজে পরীক্ষার সময়সূচী আকস্মিক পরিবর্তন : বিপাকে পরীক্ষার্থীরা খালিয়াজুরীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দোহা, সম্পাদক কামরুল কলমাকান্দায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বসন্তবরণ

মোহনগঞ্জে মহিলা কলেজের বিজ্ঞানে এইচএসসি পরীক্ষা দেয়নি কেউ শিক্ষক ৫ জন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ নেয়নি । ২০২২ সালে কলেজটিতে বিজ্ঞান বিভাগে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। ফলে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মতো শিক্ষার্থী ছিল না। যদিও কলেজটিতে বিজ্ঞান বিভাগে পাঠদানে চারজন শিক্ষক ও একজন প্রদর্শকসহ পাঁচজন রয়েেেছন। ওই পাঁচ শিক্ষকের বেতন বাবদ বছরে সরকারের ব্যয় হচ্ছে ২৫ লাখ ৩৬ হাজার ১১৬ টাকা। বোনাস সহ প্রায় ৩০ লাখ টাকা।

এছাড়া কলেজটিতে বাণিজ্য বিভাগ থেকে এবার ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরমধ্যে দুইজন নিয়মিত, আর বাকি দুইজন আগের বছরের ফেল করা শিক্ষার্থী। ৪ জনের মধ্যে ৩ জন পাস করেছে। বাণিজ্য বিভাগে রয়েছেন তিনজন শিক্ষক। কলেজটিতে একজন অধ্যক্ষ ও ২১ জন শিক্ষক রয়েছেন। এমপিও নীতিমালা অনুযায়ী পৌরশহরে থাকা কলেজে প্রতি বিভাগে ন্যূনতম ৩০ জন শিক্ষার্থী থাকা আবশ্যক। কলেজ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এক একর ৭৩ শতাংশ জায়গায় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘মোহনগঞ্জ মহিলা কলেজ’। কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও বানিজ্যসহ তিনটি বিভাগ রয়েছে। ২০০১ সালে পাঠদানের অনুমতি পায়। এমপিওভুক্ত হয় ২০০৪ সালে।

কলেজটিতে দুটি বহুতল ভবন বিশিষ্ট একাডেমিক ভবন রয়েছে। এছাড়া নির্মাণাধীন রয়েছে বহুতল বিশিষ্ট্য ছাত্রী হোস্টেল। কলেজটিতে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। ফলে চলতি বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কোন শিক্ষার্থী অংশ নেয়নি। ২০২৩ সালে বিজ্ঞান বিভাগে ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কলেজ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে কলেজে মানবিক শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৪৫০-৫০০ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৪ জন শিক্ষার্থী। আর বাণিজ্যে রয়েছে ৫ জন।

মোহনগঞ্জ মহিলা কলেজের এবার এইচএসসির ফলাফল ঘেঁটে দেখা গেছে- কলেজটি থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বাণিজ্য বিভাগ থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিন জন কৃতকার্য হয়েছে। আর মানবিক বিভাগ থেকে এবার ২২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১১২ জন। বাকিরা ফেল। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, আমাদের হাওরাঞ্চলে শিক্ষার্থীরা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পড়তে তেমন আগ্রহী হয় না। এরমধ্যে যারা এসব বিভাগে পড়তে চায় তারা বড় শহরে চলে যায়। বড় শহরে যেহেতু বিজ্ঞান-বাণিজ্যে পাইভেট, কোচিংসহ নানা সুবিধা থাকে তাই তারা সেখানেই যেতে চায়।

তবু আমরা শিক্ষার্থী বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । আরও কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। কলেজের সদ্য মনোনিত সভাপতি গোলাম রব্বানি পুতুল জানান, আমি মাত্র কলেজের সভাপতি মনোনিত হয়েছি। এখনো কলেজে কোন সভা হয়নি। বিষয়টি জেনেছি ভালো হয়েছে। বিজ্ঞান-বাণিজ্যে বিভাগে শিক্ষার্থী বাড়ানোর জন্য সবরকম উদ্যোগ নেব। মানসম্মত শিক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়া যত সমস্যা আছে সবগুলো চিহ্নত করে তা দ্রæত সমাধান করা হবে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি