সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় মতবিনিময় সভা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ রাসেলের পরিবারকে জায়গাসহ ঘর উপহার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ পঠিত

বিশেষ প্রতিনিধি ও বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ ডিসেম্বর সকাল ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ,সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য,সেনা কর্মকর্তা মেজর নাজমুশ সাকিব,নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান,জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের  আহবায়ক কমিটির সদস্য  দিলওয়ার খান। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ অন্যান্য সুধীজন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ ডিসেম্বর  বিকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ রাসেলের কবর জিয়ারত করেন।

পরবর্তীতে শহিদ রাসেলের পরিবারের জন্য বরাদ্দ ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের হতদরিদ্র ভূমি ও গৃহহীন রাসেল। বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট গাজীপুরে বিজিবির গুলিতে  নিহত হয়। নিহতের ছেলের লাশ দাফনের মত জমিটুকুও ছিল না রাসেলের দিনমজুর বাবার। তাই বাধ্য হয়ে ভাইয়ের জমিতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে দাফন করে পেটের দায়ে ঢাকা চলে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে নিহত হওয়ার প্রায় একমাস পরে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গুলিতে নিহত রাসেলের পরিবারের খোঁজ নিল না কেউ  শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর হতদরিদ্র রাসেলের নিহত হওয়ার বিষয়টি সামনে আসে। তাৎক্ষণিক জেলা বিএনপির পক্ষ থেকে নিহত রাসেলের পরিবারের খোঁজ খবর নেওয়া হয়। সর্বশেষ শহিদ রাসেলের গৃহহীন পরিবারটিকে মাথা গোঁজার মত ১০ শতাংশ জায়গা ও একটি ঘর উপহার দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, প্রাণিসম্পদ অফিসার ডাঃ শিহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লা খান, সমাজসেবা অফিসার এস.এম. গোলাম হোসাইন, নেত্রকোনা জেলা সমন্বয়ক শেখ হাসনাত জনি, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি