খালিয়াজুরি প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খালিয়াজুরী উপজেলার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় খালিয়াজুরী উপজেলা মডেল মসজিদের হল রুমে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলা শাখার জামাতের আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোঃ মনজুরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আমীর মাওলানা মোঃ সাদেক আহমদ হারিস, জেলা সেক্রেটারি মোহাম্মদ মাহাবুবুর রহমান, মদন উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ রুহুল আমিন।
এ সময় খালিয়াজুরী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মোঃ আজহারুল হক, সাংবাদিক মোঃ আবুল কালাম সহ জামাত ইসলামের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply