খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির সম্মেলন আগামী ২৮শে জানুয়ারি খালিয়াজুরী থানার মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ।
জানাযায় উক্ত সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান, আব্দুর রউফ স্বাধীন, ( আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ ( ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুগ্ন আহবায়ক , ইদ্রিস আলী মোল্লা (মাছ ), মোহাম্মদ মাহবুবুর রহমান কেষ্ট, ( মই ), তরিকুজ্জামান তরু ( ফুটবল) , আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল , ( মোরগ) , নাজমুল হক আরিফ ( তালা ), মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন, (চশমা) এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া ( মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খালিয়াজুরী উপজেলা যুবদল নেতা এনামুল ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দিলোয়ার জাহান ঝন্টু, পাণ্ডব সরকার, সেচ্ছাসেবক দল নেতা ফাহিম হোসেন সুমন, রাইকুল হাসান পাঠান, ছাত্রদল নেতা মাজহারুল হক পলিন,ইয়াসির আরাফাত হৃদয় সহ সকল নেতৃবৃন্দ জানান, শান্তিপুর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে ।
Leave a Reply