খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলা নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন গত ২৭ শে জানুয়ারি খালিয়াজুরীতে যোগদান করেন । বুধবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা হল রুমে উপজেলা সকল কর্মকর্তা, সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ , উপজেলা বিএনপিরসভাপতি ও জামাতে ইসলামের আমির, মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম সহ , সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ হাসিব উল আহসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন। বক্তব্য রাখেন , খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন , খালিয়াজুরী উপজেলা জামাতের আমির ইসমাইল হোসেন , কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম মন্ডল, মেন্দিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাকিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ হৃদয় মিয়া , প্রিয়াঙ্কা সরকার, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন , উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন ।
Leave a Reply