কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং ইট ভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে পরিবেশ সম্মত জিগজ্যাগ ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে ইট ভাটা মালিক ও শ্রমজীবী সমিতির আয়োজনে উপজেলার সব ক’টি ইটভাটার মালিক এবং কয়েক শতাধিক শ্রমিক মিলে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করা হয় ।
Leave a Reply